হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ডাকাতি ও হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়াতে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তা কৃষক মুকবুল হোসেনকে গুলি করে হত্যার মামলায় ১১ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন কাউছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন ওরফে পাটওয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায় ঘোষণার সময় হোসেন ওরফে পাটওয়ারী আদালতে উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিলেন।  

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিপি ও নুর নাহার নামের দুই আসামিকে বেকসুর খালাস দেন আদালত।  

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক মুকবুল আহাম্মদকে গুলি করে হত্যা করে ডাকাতরা। এই মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দক্ষিণ গঙ্গাশিবপুর গ্রামের কৃষক মকবুল আহম্মদের (৭০) ঘরে মুখোশ পড়া ডাকাতদল ঢোকে। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং  গৃহকর্তা মকবুল আহম্মদের বুকে গুলি করলে মারা যান তিনি। পরে ডাকাতদল যাওয়ার সময় ওই ঘরে থাকা মূল্যবান মালামাল ও স্বর্ণালংকার লুট করে নেয়।  

এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে দেলোয়ারা বেগম। 

পরে মামলাটি তদন্ত করে ২০০৫ সালের ২৯ ডিসেম্বর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে ১১ আসামির যাবজ্জীবন, দুজনকে বেকসুর খালাস দেন। বাকি এক আসামি মামলা চলাকালে মারা যান।

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ