হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী–শ্বশুরসহ গ্রেপ্তার ৫ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক আবুল কাশেম (৩০) হত্যার মামলায় নিহতের স্ত্রী তাছলিমা বেগমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ শনিবার বিকেলে র‍্যাব–১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক গোলাম মোর্শেদ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। পরে তাঁদের কমলনগর থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–আবুল কাশেমের স্ত্রী তাছলিমা বেগম, কাশেমের শ্বশুর আলী আক্কাস, শ্যালক জহির উদ্দিন, স্ত্রীর বড় বোন আকলিমা বেগম ও শ্যালিকা তাহমিনা আক্তার। গতকাল শুক্রবার গভীর রাতে কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। পরে তাঁদের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক গোলাম মোর্শেদ বলেন, ঘটনার পর থেকেই তাহমিনা পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, কাশেম হত্যা মামলায় র‍্যাব পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে থানায় হস্তান্তর করেছে। তাঁদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের কমলনগরে একটি সয়াবিন খেত থেকে মো. কাশেমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ধারণা থেকে পুলিশ জানিয়েছিল, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর নাক–মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। এ ঘটনায় পর দিন কমলনগর থানায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫