হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সড়কে প্রাণ গেল স্কুলছাত্রীর, হাসপাতালে ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিহত স্কুলছাত্রী। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় সামিয়া আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের স্টিল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী চরপোড়াগাছা এলাকার আলী হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরপোড়াগাছা এলাকার মালেক মোল্লা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার। আজ দুপুরে বিদ্যালয়ে ছুটির পর সামিয়া আক্তার সহপাঠীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকাশায় বাড়ি ফিরছিল। পোড়াগাছার স্টিল ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় সামিয়াসহ চারজন আহত হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সামিয়া। অন্য আহত তিনজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে সমস্যা নেই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ট্রাক্টরচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার