হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে তরুণ নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে আসিফ মাহমুদ (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কের খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

আসিফ মাহমুদ লক্ষ্মীপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রামের একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ মোটরসাইকেল চালিয়ে রামগঞ্জ এলাকা থেকে লক্ষ্মীপুর শহরের দিকে যাচ্ছিলেন। রামগঞ্জ সড়কের খিলবাইছা মাছিমনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে সেখানে থাকা স্পিডব্রেকার পার হতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, প্রচুর রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে আসিফ মারা যান। 

সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার, মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ মাহমুদ নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহতের লাশ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার