হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে হাসপাতালের ডিউটি ফেলে বেসরকারি চেম্বারে চিকিৎসক, রোগী হয়রানির অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

অভিযুক্ত ডা. শিপলু সরকার। সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. শিপলু সরকারের বিরুদ্ধে জরুরি বিভাগের দায়িত্বে থাকার সময় বেসরকারি চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠেছে। এতে হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

জানা গেছে, গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জরুরি বিভাগে ডিউটি ছিল ডা. শিপলু সরকারের। কিন্তু ওই দিন পেটব্যথা নিয়ে আসা রোগী শাহিদা আক্তার দীর্ঘক্ষণ হাসপাতালের জরুরি বিভাগে কাতরালেও সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে পাওয়া যায়নি। একইভাবে আরও কয়েকজন রোগী চিকিৎসকের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকেন।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ডা. শিপলু সরকার হাসপাতালের বাইরে ইনসাফ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর, বিকেল ও সন্ধ্যা—তিন সময়েই তিনি ওই চেম্বারে রোগী দেখায় ব্যস্ত। চেম্বার থেকে বের হওয়া রোগীদের হাতে তাঁর প্রেসক্রিপশনসহ আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টও দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, তিনি তাঁর চেম্বারের রোগীদের শুধু ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে বলেন, এমনকি আল্ট্রাসনোগ্রাফি করাতেও বাধ্য করেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ রোগীরা।

চর ফলকন গ্রামের মো. ইব্রাহিম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ডা. শিপলু সরকার হাসপাতালে দায়িত্বে থাকা অবস্থায় চেম্বারে রোগী রেখে হিন্দি গান শুনে বিনোদন নেন। এমনকি মোবাইলে ব্যস্ত থেকেও প্রেসক্রিপশন লেখেন।’

এ বিষয়ে জানতে চাইলে ডা. শিপলু সরকার বলেন, ‘আমার রোগী আমি যেকোনো সময় চেম্বারে দেখব। আমি কী দেখে কী লিখব, সেটা আমার ব্যাপার।’ তিনি গণমাধ্যমকর্মীকে তাঁর চেম্বারে গিয়ে কথা বলতে বলেন।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, ‘ইমারজেন্সি ডিউটির সময় বাইরে রোগী দেখার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

লক্ষ্মীপুরের সিভিল সার্জন মো. আবু হাসান শাহীন বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কমলনগরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু