হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রী ছালেহা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে মফিজ উদ্দিন মইজ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মফিজ রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মনু মিয়া চৌকিদারের ছেলে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মফিজ নিয়মিত জুয়া খেলতেন। জুয়া খেলার টাকার জন্য প্রায়ই স্ত্রী ছালেহাকে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাবার বাড়ি থেকে একটি গরু এনে তাঁর স্বামীকে দেন। কিন্তু এতেও তাঁর ওপর নির্যাতন বন্ধ হয়নি। ২০২০ সালের ৪ মে ছালেহা আত্মহত্যা করেছেন বলে তাঁর মা-বাবাকে খবর দেন শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে, ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছালেহাকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। 

 

 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু