হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

স্কুলছাত্রীকে ইভ টিজিং ও টানাহেঁচড়ার ঘটনায় যুবকের কারাদণ্ড

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ইভ টিজিং ও প্রকাশ্যে স্কুলছাত্রীকে টানাহেঁচড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাবিবুর রহমান (২৫) নামের এক যুবককে ক্ষুব্ধ এলাকাবাসী আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা আটক হাবিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। 

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৫) একই এলাকার হোটাটিয়া রোশা হাজি বাড়ির হারুন অর রশিদের ছেলে হাবিবুর রহমান উত্ত্যক্ত করতেন। আজ সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হাবিবুর রহমান তার গতিরোধ করে ইভ টিজিং ও টানাহেঁচড়া করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। 
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হাবিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, ‘ইভ টিজিংকারী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া আটক হাবিবুর রহমান নিজেও স্বীকার করেছে স্কুলছাত্রীকে সে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত। ওই ঘটনায় আটক হাবিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’ 

কমলনগরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু