হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় এসআই কারাগারে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৃদ্ধ চাচাতো ভাইকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় নোয়াখালী পুলিশ লাইনসে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ উল্যা রিপনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ মঙ্গলবার রাত ৮টায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ হেফাজতে নিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয় বলেও জানান ওসি। মোহাম্মদ উল্যা রিপন নোয়াখালী পুলিশ লাইনস রিজার্ভ পুলিশের এসআই হিসেবে কর্মরত ছিলেন। 

জানা যায়, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত শনিবার দুপুরে পুকুরের মাছ ধরার পর ভাগ বাঁটোয়ারাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে নোয়াখালী জেলায় কর্মরত পুলিশের এসআই মোহাম্মদ উল্যা রিপন তাঁর জ্যাঠাতো ভাই শহীদ উল্যাকে (৬৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। বর্তমানে শহীদ উল্যা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মো. সাইফুল ইসলাম।

এ ঘটনায় আহত শহীদ উল্যার ছেলে সাইফুল ইসলাম ওই পুলিশ সদস্যসহ ৫ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনা জানাজানির পর অভিযুক্ত পুলিশ সদস্য রিপনকে নোয়াখালী জেলা পুলিশ সুপার সাময়িক বরখাস্ত করে পুলিশ হেফাজতে পাঠান। পরে গতকাল সোমবার আদালতে প্রেরণ করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। 

এ মামলায় আমানত উল্লাহ নামের অপর এক অভিযুক্তকেও কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন