সৌদি আরবের আসির অঞ্চলের আবহা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের এক যুবক রয়েছেন। নিহত মো. সবুজ হোসেন (২৭) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনার দক্ষিণ রায়পুর এলাকার বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিহতের পরিবার নিশ্চিত করেছেন।
এদিকে সবুজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে এলাকা।
সবুজের পরিবার জানায়, সৌদিতে ওমরা পালনে যাওয়ার আগে বাসে উঠে পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলে দোয়া চেয়েছিলেন সবুজ। এটাই ছিল পরিবারের সঙ্গে তাঁর শেষ কথা। সবুজের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান তাঁরা। পাশাপাশি ক্ষতিপূরণও চান সবুজের পরিবার।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিপূরণ ও মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরাষ্ট্রমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হচ্ছে। নিহতের পরিবারের পাশে জেলা প্রশাসন রয়েছে।