হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সৌদিতে সড়ক দুর্ঘটনা: উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সৌদি আরবের আসির অঞ্চলের আবহা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের এক যুবক রয়েছেন। নিহত মো. সবুজ হোসেন (২৭) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনার দক্ষিণ রায়পুর এলাকার বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিহতের পরিবার নিশ্চিত করেছেন। 

এদিকে সবুজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে এলাকা। 

সবুজের পরিবার জানায়, সৌদিতে ওমরা পালনে যাওয়ার আগে বাসে উঠে পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলে দোয়া চেয়েছিলেন সবুজ। এটাই ছিল পরিবারের সঙ্গে তাঁর শেষ কথা। সবুজের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান তাঁরা। পাশাপাশি ক্ষতিপূরণও চান সবুজের পরিবার। 

নিহতের চাচা বাচ্চু মিয়া বলেন, সবুজের বাবা হারুনুর রশিদ মাছ ব্যবসায়ী। প্রায় ৩ বছর আগে ধার-দেনা করে বড় ছেলে সবুজকে সৌদি আরব পাঠান। তার পাঠানো টাকাতেই পরিবার এখন সচ্ছল। শিগগিরই সবুজ দেশে ফেরার কথা ছিল। এর আগে সে ওমরাহ করবে বলেছিল। কিন্তু ওমরাহ করতে যাওয়ার পথে গত সোমবার বাস দুর্ঘটনায় সবুজ নিহত হয়। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কাছে খবর আসে সবুজ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। 

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিপূরণ ও মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরাষ্ট্রমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হচ্ছে। নিহতের পরিবারের পাশে জেলা প্রশাসন রয়েছে।

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার