হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

৫০ কেজি জাটকা জব্দ, ১২ জেলেকে জরিমানা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা ধরায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ সোমবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো. রেজা। 

আটককৃত জেলেরা হলেন, নিজাম উদ্দিন, নিরব হোসেন, রিয়াদ হোসেন, শাহজাহান, সজিব হোসেন, সাহাবুদ্দিন, সবুজ হোসেন, হেজু ইসলাম, লিটন মাঝি, শিপন হোসেন ও জামাল হোসেন। তাঁদের সবার বাড়ি কমলনগর ও সদর উপজেলায়। 

এর আগে, সোমবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত মেঘনার মতিরহাট, লুধুয়া, চরকালকিনি, মজুচৌধুরীরহাট এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্য বিভাগ, নৌ–পুলিশ মেঘনা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি জাটকা ও দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মতিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১২ জেলেকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ৫০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছি। প্রতিদিন কয়েক ভাগে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জেলেকে জরিমানা করা হয়। ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রায় শতাধিক অভিযান পরিচালনা করা হয়। ৩০ এপ্রিল পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’ 

উল্লেখ্য, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। 

এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া বরফ কলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল–জরিমানার বিধান রাখা হয়েছে।

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার