হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নিখোঁজের পরদিন গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর 

লক্ষ্মীপুরে নিখোঁজের পরদিন ফসলি খেত থেকে নুর নাহার বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের দাবি, তাঁকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের হাতেম আলীর সাঁকো এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বালুরটেক এলাকার পান ব্যবসায়ী উলফত মিয়ার স্ত্রী।

পুলিশও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে নুর নাহার নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। সকালে তাঁর লাশ একটি ফসলি খেতে পড়ে আছে বলে খবর আসে। তিনি সুদে মানুষকে টাকা ধার দিতেন এবং জমি নিয়েও বিরোধ চলছিল। টাকা লেনদেনকে কেন্দ্র করেই কেউ হয়তো তাঁকে হত্যা করেছে। পর লাশ হাতেম আলীর সাঁকো এলাকায় ফসলি খেতে ফেলে রেখে গেছে।

স্থানীয়রা খেতের আইলের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে স্বজনেরা এসে লাশটি শনাক্ত করে। নুর নাহারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, বোরকা পরিহিত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনপি-জামায়াত সংঘর্ষ: লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু