হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা, স্ত্রী, মেয়ে ও পুত্রবধূ আটক

লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল বাশার (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ফতেহপুর এলাকার দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর স্ত্রী কোহিনুর বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমানে ছিলেন। প্রায় ছয় বছর আগে তিনি বাড়ি আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন, প্রতিবেশী বিলাল হোসেন দিলুর সঙ্গে কোহিনুরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তখন থেকেই স্ত্রীর সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো।

আজ সকালে আবুল বাশারকে তাঁর স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর বাঁশের লাঠি দিয়ে তাঁকে আঘাত করেন। তাতে বাশার অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান হোসেন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী কোহিনুর বেগম, মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তারকে আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন