হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিক ও এক সুইপারের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে রায়পুর উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতদের মধ্যে বাড়ির মালিকের নাম রিয়াদ হোসেন। সুইপারের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির পাটোয়ারী ভিলার একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন এক সুইপার। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে তিনি আটকা পড়েন। পরে বাড়ির মালিক রিয়াদ তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও নিচে পড়ে যান। এতে দুজনেরই মৃত্যু হয়। পরে রাতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দুজনকে মৃত উদ্ধার করে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বাইরে থেকে সেপটিক ট্যাংক ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন