হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতি থানায় কাজে ফিরলেন পুলিশ সদস্যরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা আজ শুক্রবার দুপুরে কাজে ফিরেছেন। দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে কয়েক দিনের কর্মবিরতিতে ছিলেন।

আজ দুপুরে পুলিশ সদস্যরা থানায় আসার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ওসিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হবে। পুলিশ কারও শত্রু নয়, বন্ধ ও সেবক হয়ে কাজ করবে।’

রামগতি উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে পুলিশ সদস্যরা ভয়ে থানায় আসেননি। আজকে ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা থানায় এসে কাজ যোগ দিলে তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।’

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেন নির্ভয়ে ও নিরাপদে কাজ করতে পারেন, তিনি সেই আশা করেন। পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে বিভিন্ন থানায় কাজ করার পরামর্শ দেন তিনি।

লক্ষ্মীপুর জেলার আরও চার থানা ও তদন্ত কেন্দ্রে পর্যায়ক্রমে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে পুলিশ সদস্যেদের।

রায়পুর ও রামগঞ্জ থানায় হামলা ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। লুটে নেওয়া হয়েছে অস্ত্র।

কমলনগরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু