হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিহত আবু তাহের। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালক আবু তাহের (৫০) নিহত ও আহত হয়েছেন সুমন হোসেন নামের এক ব্যক্তি। আজ শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দির আজিজ উল্যাহর ছেলে। আহত সুমনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জেলার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আরেকজন গুরুতর আহত হন। ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোররাতে অটোরিকশা নিয়ে জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন আবু তাহের। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হন।

আবু তাহের ও সুমনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু তাহেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সুমন হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫