হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরে খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরে খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরের বিভিন্ন খালের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে সদর উপজেলার ছাগলছিড়া ও জকসিন-পোদ্দার বাজার খালের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। এ সময় উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। অভিযান চলবে বিকেল পর্যন্ত।

লক্ষ্মীপুরে বেশির ভাগ খালের দুপাড়ে অবৈধভাবে অনেক বহুতল ও স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি খালের মাঝখানে বাঁধ দিয়ে মাছ চাষ হচ্ছে। এসব কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টি হলে পৌর শহরসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা নিরসন ও খালের দুপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ ও স্থাপনা তৈরি করে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এই অভিযান অব্যাহত রাখা হবে। খালের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে পানিপ্রবাহে আর বাধা হবে না। পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলে আশা করেন তিনি।

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার