হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দুই থানা, উপজেলা ভবনসহ বিভিন্ন স্থানে আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ থানা ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার দুটি থানা, রামগঞ্জ উপজেলা ভবনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার সকালেও থমথমে অবস্থা বিরাজ করছে। 

সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর বাসভবনে আগুন দেয় উত্তেজিত জনতা। এ ছাড়া তারা লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ আলম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুর বাড়িতেও অগ্নিসংযোগ করে। এদিকে থানায় আগুন দেওয়ার সময় সামনে কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কারাগার থেকে নেতা-কর্মীদের শান্ত থাকার জন্য আহ্বান জানান। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে নেতা-কর্মীদের শান্ত থাকা ও সহিংসতা না করতে নির্দেশনা দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। একই আহ্বান জানান জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূইয়া। 

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ‘আমাদের দুই থানায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ক্ষয়ক্ষতি ও লুটপাটের ঘটনা নিরূপণ করা সম্ভব হয়নি।’

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫