হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

দাখিল পরীক্ষার প্রবেশপত্র পেতে হয়রানি, ৬০০ টাকা করে আদায়ের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রবেশপত্র পেতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শফিকগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাও: নুরনবী প্রবেশ পত্রের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে আদায় করেছেন। মাদ্রাসার সুপার ৩০০ টাকা করে নেওয়ার কথা স্বীকার করে সাক্ষাতে বিস্তারিত বলবেন বলে মোবাইলের সংযোগ কেটে দেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফেরদাউস আরা আজ রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ শুনেছি, পরে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

দাখিল পরীক্ষার্থী মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা ছাড়া প্রবেশপত্র মেলেনি। সবাই টাকা দিয়ে প্রবেশপত্র নিয়েছে। আমার আর্থিক সমস্যার কারণে পরীক্ষার আগে প্রবেশপত্র নিতে পারিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে প্রবেশপত্রের নামে টাকা না নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সে জন্য টাকা আর লাগবে না মনে করে পরীক্ষার দিন সকাল ৮টায় প্রবেশপত্রের জন্য মাদ্রাসায় উপস্থিত হই। মাদ্রাসা সুপার ৬০০ টাকা দাবি করেন। প্রবেশপত্রের জন্য সকাল সাড়ে ৯টা পর্যন্ত আমাকে মাদ্রাসায় অপেক্ষা করতে হয়েছে। পরে ৩০০ টাকার বিনিময়ে এবং ৩০০ টাকা পরবর্তীতে দিতে হবে এই শর্তে প্রবেশ পত্র দেন। যে কারণে আমি যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারিনি। আমি মানসিকভাবে বিপর্যস্ত।’ 

পরীক্ষার দিন প্রবেশপত্র আটকিয়ে টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে শফিকগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাও: নুরনবী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি এমন নয়, তবে ৩০০ টাকা নেওয়ার কথা স্বীকার করে সাক্ষাতে বিস্তারিত বলবেন বলে মোবাইলের সংযোগ কেটে দেন।’

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন