হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে রাতভর বৃষ্টি, জনজীবনে স্বস্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলাজুড়ে শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। এতে জনজীবনে ফিরেছে স্বস্তি। ছবি: আজকের পত্রিকা

কয়েক দিনের প্রচণ্ড গরম ও খরার পর লক্ষ্মীপুর জেলাজুড়ে রাতভর বৃষ্টিতে জনজীবনে ফিরেছে স্বস্তি। শনিবার (১৪ জুন) রাত ২টা থেকে রোববার সকাল পর্যন্ত কখনো ভারী আবার কখনো মাঝারি আকারে বৃষ্টি অব্যাহত ছিল।

বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার শঙ্কা তৈরি হয়েছে। পৌরবাসী বলছেন, সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় পানি জমে যায়। বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে।

স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘গত কয়েক দিন প্রচণ্ড গরমে জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। এই বৃষ্টিতে একটু আরাম পাচ্ছি। তবে পানি জমে গেলে আবার দুর্ভোগ শুরু হবে।’

এদিকে, জেলার কৃষি বিভাগ জানিয়েছে, বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে রবিশস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে। জমিতে পানি জমে থাকলে পেঁয়াজ, রসুন ও সবজির ক্ষতি হতে পারে।

রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন জানান, ‘রাত থেকে জেলায় মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কিছুটা কমেছে, তবে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।’

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন