লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে মফিজ উল্লাহ মানিক (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মানিক কেরোয়া গ্রামের বশির উল্যা পণ্ডিতবাড়ির মৃত আমির আলীর ছেলে। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, বৃষ্টি হলেই রাতে মাছ শিকার করেন মানিক। গতকাল মঙ্গলবার রাতে বৃষ্টি শুরু হলে তিনি মাছ শিকারে বের হন। এ সময় নিজের বাড়ির পাশে লাল মসজিদসংলগ্ন খালপাড়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুমা আক্তার জানান, মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।