হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে মেঘনাতীরে রাসেলস ভাইপারকে পিটিয়ে মারল স্থানীয়রা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীর তীরে একটি রাসেলস ভাইপার পিটিয়ে মেরেছে স্থানীয়রা। আজ শুক্রবার বিকেলে উপজেলার মাতাব্বরহাট বেড়িবাঁধের পশ্চিমে মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে। 

এদিকে সাপটির মাঝ বরাবর লম্বা দাগ থাকায় রাসেলস ভাইপারের স্বাভাবিক ধরন থেকে কিছুটা ভিন্নতা দেখা গেছে। উপজেলা বন কর্মকর্তা জানিয়েছেন, এটি রাসেলস ভাইপার নয়, অন্য কোনো প্রজাতির সাপ। তবে সাপ ও বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান জানিয়েছে এটি রাসেলস ভাইপারই।

রাসেলস ভাইপারের স্বাভাবিক ধরন হলো, সারা শরীরে কালো রঙের গোলাকার চাঁদের মতো নকশা। এই নকশার বাইরে সাদা রঙের পরিসীমা। কমলনগরের মেঘনা নদীর তীরে পিটিয়ে মেরে ফেলা সাপটির শরীরে মাঝ বরাবর লম্বা দাগ রয়েছে। এর দুই পাশে গোলাকার চাঁদের মতো নকশা। নকশার বাইরে সাদা রঙের পরিসীমা আছে। 

উপজেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রিমন রাজু বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে সাপটি এখনো পড়ে আছে। দেখতে হুবহু রাসেলস ভাইপারের মতো। এটি রাসেলস ভাইপারই।’ 
 
কমলনগর উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, সাপটিকে মেরে ফেলা হয়েছে। সাপটি রাসেলস ভাইপার নয়। রাসেলস ভাইপারের ধরনের সঙ্গে অধিকাংশই মিল নেই। এটি অন্য কোনো প্রজাতির সাপ। 

সাপ ও বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের কমপ্লায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার সৈয়দা অনন্যা ফারিয়াকে সাপের ছবিটি দেখানো হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার স্পটলেসও হতে পারে।’

কমলনগরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু