হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

অটোরিকশার মোটরের পাখায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে রুপা আক্তার সামিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ইটেরপোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সামিয়া সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. সোহেলের মেয়ে। সে কামানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।  

পারিবারিক সূত্র জানায়, সামিয়াকে নিয়ে তার মা আমেনা কামানখোলা এলাকায় বাবার বাড়িতে থাকেন। সামিয়ার বড় বোন স্বর্ণা আক্তার লামিয়া সেখান থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। সামিয়া ও তার মা তাকে এগিয়ে দেওয়ার জন্য অটোরিকশায় চেপে ইটেরপুল এলাকায় যাচ্ছিলেন। পৌঁছানোর আগমুহূর্তে সামিয়ার ওড়না অটোরিকশার মোটরের পাখার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সামিয়ার গলায় ফাঁস লাগে। সামিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সামিয়ার বোন স্বর্ণা আক্তার লামিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে এগিয়ে দেওয়ার জন্য মা ও সামিয়া অটোরিকশাতে উঠে। কিন্তু পথেই অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে তার মৃত্যু হয়। আমার মা বারবার অচেতন হয়ে পড়ছে। হঠাৎ করে বোনের এমন মৃত্যু কীভাবে সহ্য করব আমরা।’ 

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ‘নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশাচালক মানিক হোসেনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার