হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে ছাত্রলীগের এক পক্ষের আনন্দ মিছিলে আরেক পক্ষের হামলার অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের এক পক্ষের আনন্দ মিছিলে আরেক পক্ষের হামলার ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১২-১৫ জন।

আহতদের মধ্যে আরাফাত (২৩), আসিফ (১৮), জাহিদ (২৪), রাকিব (১৮), মেহেদী হাসান (২০) ও রাকিব হোসেনকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন শামীম (২০), রাকিব (১৯), সজিব (২১), নাহিদ (১৯), জুবায়ের (২০), শুভসহ (১৭) আরও কয়েকজন।

আগামী ১৯ জুন এ ইউনিয়নে ছাত্রলীগের কর্মিসভা আয়োজনের দিন নির্ধারিত রয়েছে। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের কথা। 

খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে নেতৃত্ব পাওয়া নিয়ে হাবিবুর রহমান আরাফাত, হুমায়ুন কবির, মো. তালহা ইসলাম ও ইমন খলিফার বিরোধ চলে আসছে। গতকাল রাতে কর্মিসভাকে স্বাগত জানিয়ে খাসেরহাট বাজারে আনন্দ মিছিল বের করেন আরাফাত ও তাঁর সমর্থিত কর্মীরা। মিছিলে ছাত্রদল ও শিবিরকর্মীদের উপস্থিতি থাকার অভিযোগ করে ওই সময় তালহা ও ইমন তাঁদের সমর্থকদের নিয়ে মিছিলে হামলা ও মারধর চালায়।

ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আরাফাত বলেন, ‘কর্মিসভাকে স্বাগত জানিয়ে আমরা আনন্দ মিছিল বের করলে ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, তালহা ইসলাম ও ইমন খলিফার নেতৃত্বে হামলা ও মারধর করা হয়।’

অভিযোগের বিষয়ে তালহা ইসলাম বলেন, ‘আরাফাত আমাদের সক্রিয় কর্মী নন। কিন্তু হঠাৎ উড়ে এসে জুড়ে বসেই তিনি পদ-পদবি পেতে চান। ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের নিয়ে ছাত্রলীগের মিছিল করায় আমরা তাদের ধাওয়া করেছি। মারধরের অভিযোগ সঠিক নয়। তারা দৌড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পেতে পারে।’

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পাপেল মাহমুদ বলেন, ‘ঘটনাটি ন্যক্কারজনক। খবর পেয়ে আহতদের দেখতে আমরা হাসপাতালে গিয়েছি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার