হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় মীর হোসেন (২৬) নামে এক প্রবাসী যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

মৃত মীর হোসেন উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের পুরান পাটোয়ারি বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি কাতার প্রবাসী ছিলেন।

মৃতের স্ত্রী রোমানা বেগম বলেন, ‘মীর হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে আমার বিয়ে হয়। শুরু থেকেই আমার শ্বশুর, শাশুড়ি ও আত্মীয়স্বজনেরা আমাদের বিয়ে মেনে নেননি। এ বিষয় নিয়ে আমার স্বামী মীর হোসেনের সঙ্গে শ্বশুর-শাশুড়ির প্রায়ই মনোমালিন্য লেগেই থাকত। এমনকি আমাদের বিয়ের পর থেকে আমার শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে চলে যান। তাঁরা আমার ননদের বাড়িতে থাকতে শুরু করেন।’ 

রোমানা বেগম আরও বলেন, ‘আজ ভোরে আমি ফজরের নামাজ পড়তে উঠি। নামাজ শেষে ঘরে ঢুকে দেখি আমার স্বামী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। এ সময় আমার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে রামগঞ্জ থানা-পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে আমার স্বামীর মরদেহ উদ্ধার করেছে।’ 

মৃতের আত্মীয় ও রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ‘গত তিন মাস আগে মীর হোসেন কাতার থেকে দেশে ফিরে। দেশে ফিরে বাবা-মায়ের অমতে নিজের পছন্দের মেয়ে রোমানা বেগমকে বিয়ে করে। আমরা এ বিয়েতে রাজি ছিলাম না। এমনকি আমি বিয়েতেও যাইনি। পরে আজ সকালে খবর পাই সে আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫