হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে হল বন্ধ রাখার সময় কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ইবি প্রতিনিধি

প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হল বন্ধ রাখার সময় কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সহসমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, ‘হল খোলা রাখার ব্যাপারে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আমাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরে তাঁরা শিক্ষার্থীদের কথা চিন্তা না করে অযৌক্তিকভাবে অতিরিক্ত ছুটি ঘোষণা করেন। আমরা চাই অতিরিক্ত ছুটি কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণা করা হোক।’

সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দু-তিন দিন হল বন্ধ থাকলেও ইবিতে ক্যাম্পাস ও হল সমপরিমাণ সময় বন্ধ দেওয়া হয়। ছাত্রসংগঠনগুলো পাঁচ থেকে সাত দিন ছুটি চাইলেও প্রশাসন কাদের ইন্ধনে এত দিনের অযৌক্তিক ছুটি ঘোষণা করল, তা আমাদের জানা নেই। এত সময় হল বন্ধ থাকা অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর।’

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আব্দুল গফুর গাজি বলেন, ‘শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে আমি অবগত নই। প্রভোস্ট কাউন্সিলের সবার সম্মতির ভিত্তিতে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আজ থেকে ইবিতে ছুটি শুরু হয়েছে। শেষ হবে ২১ জুন। অন্যদিকে আবাসিক হল বন্ধ থাকবে ৩-১৫ জুন।

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল