হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে হল বন্ধ রাখার সময় কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ইবি প্রতিনিধি

প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হল বন্ধ রাখার সময় কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সহসমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, ‘হল খোলা রাখার ব্যাপারে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আমাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরে তাঁরা শিক্ষার্থীদের কথা চিন্তা না করে অযৌক্তিকভাবে অতিরিক্ত ছুটি ঘোষণা করেন। আমরা চাই অতিরিক্ত ছুটি কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণা করা হোক।’

সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দু-তিন দিন হল বন্ধ থাকলেও ইবিতে ক্যাম্পাস ও হল সমপরিমাণ সময় বন্ধ দেওয়া হয়। ছাত্রসংগঠনগুলো পাঁচ থেকে সাত দিন ছুটি চাইলেও প্রশাসন কাদের ইন্ধনে এত দিনের অযৌক্তিক ছুটি ঘোষণা করল, তা আমাদের জানা নেই। এত সময় হল বন্ধ থাকা অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর।’

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আব্দুল গফুর গাজি বলেন, ‘শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে আমি অবগত নই। প্রভোস্ট কাউন্সিলের সবার সম্মতির ভিত্তিতে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আজ থেকে ইবিতে ছুটি শুরু হয়েছে। শেষ হবে ২১ জুন। অন্যদিকে আবাসিক হল বন্ধ থাকবে ৩-১৫ জুন।

হত্যার হুমকি: আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

আমির হামজাকে হত্যার হুমকি: প্রতিবাদ সভায় বক্তৃতার সময় জামায়াত নেতার মৃত্যু

জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত