হোম > সারা দেশ > কুষ্টিয়া

ডিবি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করে এক যুবকের কাছে থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া মাঠপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটক দুই যুবক হলেন মো. মনজুর আলম (২৭) ও মো. সোহান (২৮)। মনজুর আলম উপজেলার সাতবাড়িয়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে এবং মো. সোহান কোদালিয়াপাড়ার শাজাহান আলীর ছেলে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় সাতবাড়িয়া মাঠপাড়া গ্রামের মো. মমিনের বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় ওই দুই যুবক। এ সময় তারা মমিনকে খুঁজতে থাকে। তারা মোমিনের বাবাকে বলে, আপনার ছেলের নামে অভিযোগ আছে, মমিন কোথায়? মমিন বাড়িতে নেই জানানো হলে তার বাবাকে ভয়ভীতি দেখানো হয়। এ সময় ভুক্তভোগী মমিন বাড়িতে ঢুকতেই তাকে ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে মমিনকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ পরিচয় দেওয়া ওই দুই প্রতারককে গ্রেপ্তার করে।’

ওসি গোলাম মোস্তফা আরও বলেন, ‘এ বিষয়ে মোমিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই দুজনের নামে মামলা দায়ের হয়েছে।’

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার