হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবি ছাত্র সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইবি প্রতিনিধি

ইবি ছাত্র সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পুকুর থেকে ছাত্র সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে প্রশাসন আগামী রোববারের মধ্যে সাজিদের মৃত্যুর কারণ সুষ্ঠুভাবে উদ্ঘাটনের আশ্বাস দিলে বেলা ২টার দিকে আন্দোলন সমাপ্ত করেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘কণ্ঠে আবার লাগাও জোর, প্রশাসনের কবর খোঁড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘আমাদের সংগ্রাম চলছেই—চলবে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। প্রশাসন যদি যথাসময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়, তবে প্রশাসন ভবনে তালা মেরে কার্যক্রম অচল করে দেওয়া হবে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হওয়া ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘তোমরা আন্দোলনকারীরা যেমন স্লোগান দিচ্ছ ‘উই ওয়ান্ট জাস্টিস’, আমিও তোমাদের এই স্লোগানের সঙ্গে একমত। প্রশাসন কোনোভাবেই এ ঘটনাকে ধামাচাপা দিতে চায় না। যদি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি মৃত্যুর প্রকৃত কারণ সঠিকভাবে উদ্ঘাটন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা বিচার বিভাগীয় তদন্ত করব। প্রয়োজনে পিবিআই অথবা আরও উচ্চতর তদন্ত করা হবে। সাজিদের মৃত্যুর প্রকৃত কারণ আমরা অবশ্যই উদ্ঘাটন করব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় গঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘আমরা ১০ কর্মদিবসের মধ্যেই আমাদের রিপোর্ট জমা দেব। এখনো কিছু তথ্য প্রয়োজন। আমাদের রোববার পর্যন্ত সময় লাগবে। আগামী রোববার আমরা চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি।’

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

শিক্ষকেরা আন্দোলনে, শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন অভিভাবকেরা