হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

পলিথিন ব্যবহার করায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

সুপারশপের পর দেশের কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে নিষিদ্ধ হয়েছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। তারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলাসহ দৌলতপুরে অভিযান চালানো হয়েছে। পৃথক অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে কুষ্টিয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রেকসোনা খাতুনের নেতৃত্বে পৌর বাজারসহ বেশ কয়েকটি বাজারে এই অভিযান চালানো হয়।

এ ছাড়া দামের অসঙ্গতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক মুরগি ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে টাস্কফোর্স কমিটি।

হোসেনাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, সরকার আজ শুক্রবার থেকে দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় ও বাজার নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অন্যদিকে দৌলতপুর উপজেলায় তারাগুনিয়া, হোসেনাবাদ ও থানা বাজার এলাকায় পলিথিন ব্যাগ মজুত ও বাজারজাতকরণের চার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি