হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 

যৌথ অভিযানে গুলিসহ যুবক মাহমুদর হাসান পাতা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক মাহমুদর হাসান পাতা দৌলতপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথ বাহিনীর সদস্যরা ওই গ্রামে অভিযান চালিয়ে ৯ পিস তাজা কার্তুজ, চার পিস খালি কার্তুজ এবং চারটি খালি মদের বোতল উদ্ধার করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাহমুদর হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুপুরের মধ্যে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুল হক আসাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মাহমুদর হাসান পাতা দলের উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক। তবে গুলিসহ তাঁর আটকের বিষয়ে আমি জানি না। বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ