হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় কারখানা বন্ধে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

কারখানা চালুর দাবিতে চাষিদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

শ্রমিক অসন্তোষের কারণে টানা ২১ দিন বন্ধ রয়েছে কুষ্টিয়ায় বিএটি বাংলাদেশের অন্যতম প্রধান তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানা গ্রিন লিফ থ্রেশিং প্ল্যান্ট (জিএলটিপি)। উন্মুক্ত আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে কারখানা চালুর ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহের সাধারণ তামাকচাষিরা আজ বুধবার মানববন্ধন করেছেন।

আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট চাষিরা জানান, কুষ্টিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় ৫০ হাজার কৃষক বিএটিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জমিতে তামাক চাষ করেছেন। কিন্তু তামাক মৌসুম শুরু হয়ে গেলেও বন্ধ রয়েছে কারখানার কার্যক্রম। ফলে নিজেদের উৎপাদিত তামাক নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। সঠিক সময়ে তামাকপাতা প্রক্রিয়াজাত করা না গেলে পাতার গুণগত মান নষ্ট হয়ে যাবে। তখন আর কৃষকেরা এ পাতা বিক্রি করতে পারবেন না, যা তাঁদের ভয়াবহ আর্থিক অনিশ্চয়তার মধ্যে ফেলবে।

আজ দুপুর থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা বটতলা মোড়, মিরপুর উপজেলার জিয়া রোড ও তালবাড়িয়ার গোবিন্দপুর রোড, মেহেরপুরের চকশ্যামনগর এবং ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তামাকচাষিরা। মানববন্ধনের আগে কুষ্টিয়ার জেলা প্রশাসক বরাবর চিঠি দেন জীবিকার সংকটে পড়া কৃষকেরা।

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত