হোম > সারা দেশ > কুষ্টিয়া

খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফিরোজ (২৪) ও সামিউল (২১) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই রাজবাড়ী জেলার পাংশা এলাকার রেজাউল মণ্ডলের পুত্র। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী জানান, ঈদ উপলক্ষে তাঁরা দুজন সিএনজিযোগে পাংশা থেকে কুষ্টিয়ায় বেড়াতে যাচ্ছিলেন। পথে পাংশা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সিএনজিটিকে সামনে থেকে প্রবল বেগে ধাক্কা দেয়। একে সিএনজিটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ফিরোজ এবং সামিউল নামের দুজন নিহত হন। নিহতেরা আপন ভাই।

ইদ্রিস আলী আরও জানান, এ সময় সিএনজির চালকসহ আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ফিরোজ ও সামিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। 

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা