হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে বিজ্ঞান মেলা শুরু

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ছাত্রশিবিরের তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মেলা উপলক্ষে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী এবং কিউব প্রদর্শনী করা হয়। মেলা প্রাঙ্গণে ৫৫টি স্টল তৈরি করা হয়েছে। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। সব অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আয়োজকেরা বলেন, ‘আমাদের মাঝে অনেক প্রতিভা আছে, কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদের দেশের মানুষ দেখুক, সরকার দেখুক, তাদের উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।’

এ সময় ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘নিশ্চয়ই বিজ্ঞান মেলা একটি ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগ যদি ছাত্রসংগঠনগুলো নেয় তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। এ রকম উদ্যোগ নিলে প্রশাসনের সহযোগিতা থাকবে।’

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত