হোম > সারা দেশ > রংপুর

চিলমারীতে ফের জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে নয় দিনের ব্যবধানে আবারও জেলের জালে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ সোমবার সকালে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকায় জেলে গুল মোহাম্মদের জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে। 

পরে দুপুরে স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া ১৫ কেজি ওজনের পাঙাশ মাছটি ১ হাজার টাকা কেজি দরে কিনে নেন। তিনি ১২শ টাকা কেজি দরে পাম্পের মোড় বাজারে মাছটি বিক্রি করবেন বলে জানান।  

মাছ ব্যবসায়ী সাজু মিয়া বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদে প্রায়ই এমন বড় বড় পাঙাশ মাছ জেলের জালে ধরা পড়েছে। 

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির খাঁন বলেন, বাণিজ্যিকভাবে পাঙাশ চাষ করে অনেকেই লাভবান হচ্ছে। তবে নদ নদীতে পাঙাশ মাছ ধরা পড়ছে এটা আশার খবর। 

এর আগে, গত ৪ নভেম্বর কুড়িগ্রামে চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্র (৪৪) নামের এক জেলের জালে দুটি ১০ ও ১৪ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি চিলমারী মাছ ব্যবসায়ী সাজুর কাছে প্রতি কেজি ৯০০ টাকা দরে বিক্রি করেন তিনি। বিপুল চন্দ্রের বাড়ি চিলমারী ইউনিয়নের শাখাতি গ্রামে।

‘বিএনপিতে আসা আ.লীগ নেতা-কর্মীরা বুক ফুলিয়ে চলাফেরা করবেন, ওসির সঙ্গে মিউচুয়াল করে নিব’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ