হোম > সারা দেশ > রংপুর

কবি রাধাপদ রায়ের ওপর হামলাকারী যুবক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চারণকবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলাকারী রফিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার রফিকুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, রফিকুলকে কুড়িগ্রাম শহর থেকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হচ্ছে।

হামলার শিকার কবি রাধাপদ রায় একই ইউনিয়নের মাদাইখাল গোড্ডারাপাড় গ্রামের বাসিন্দা। একসময় পেশায় নির্মাণশ্রমিকের কাজ করা রাধাপদ এক দশক আগে কিশোরগঞ্জের মন্দিরে থাকতেন। সেখানে তিনি কবিতা ও ছন্দের চর্চা শুরু করেন। স্বভাবকবি খ্যাত এই প্রবীণ মূলত পাঁচ-ছয় বছর আগে পল্লিকবি হিসেবে পরিচিতি পান। স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে নিয়ে তাঁর পরিবার। তিনি বর্তমানে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এর আগে গত শনিবার সকালে ভিতরবন্দ ইউনিয়নের মাদাইখাল গোড্ডারপাড় গ্রামে কবির ওপর হামলা করেন রফিকুল। ছয় মাস আগে রফিকুলের বড় ভাই কদুর রহমানের সঙ্গে বিরোধের জেরে এই হামলা চালানো হয় বলে ধারণা রাধাপদের। এ ঘটনায় কবির ছেলে জুগল চন্দ্র বাদী হয়ে রফিকুল ও তাঁর বড় ভাই কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। রফিকুল গ্রেপ্তার হলেও কদুর রহমান এখনো পলাতক রয়েছেন।

‘বিএনপিতে আসা আ.লীগ নেতা-কর্মীরা বুক ফুলিয়ে চলাফেরা করবেন, ওসির সঙ্গে মিউচুয়াল করে নিব’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ