হোম > সারা দেশ > রংপুর

পরিত্যক্ত বাড়িতে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম পৌর শহরের ঝিনুক সিনেমা হল (বিলুপ্ত) সংলগ্ন হরিকেশ কোনা পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির মরদেহ রশিতে ঝোলানো, অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার। মরদেহটি কয়েক দিন থেকে ওই বাড়িতে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

পরিত্যক্ত বাড়িটির মালিক কুড়িগ্রাম শহরের আপন বেকারির জয়নাল আবেদীন বলে জানা গেছে। তবে মৃত ব্যক্তির পরিচয় এবং বাড়ির মালিকের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক রয়েছে কিনা তা জানতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকার কয়েকটি শিশু ফুটবল খেলার সময় ওই বাড়িতে বল চলে যায়। পরে বল আনতে গেলে জানালা দিয়ে ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়দের খবর দেয় শিশুরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘মরদেহটি কয়েক দিন আগের বলে মনে হচ্ছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

‘বিএনপিতে আসা আ.লীগ নেতা-কর্মীরা বুক ফুলিয়ে চলাফেরা করবেন, ওসির সঙ্গে মিউচুয়াল করে নিব’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ