হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশরাফুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আশরাফুল গুলিবিদ্ধ হন। তিনি ভূরুঙ্গামারী সদসের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

এলাকাবাসী জানায়, আশরাফুল গতকাল মঙ্গলবার রাতে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন। রাবার বুলেট তাঁর মাথা, মুখ, হাত ও পিঠে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা রাতেই তাঁকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ফাতেমা খাতুন বলেন, গতকাল রাত পৌনে ২টার দিকে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁর শরীরে গুলির চিহ্ন ছিল।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশি এক নাগরিক গুলবিদ্ধ হয়েছে বলে শুনেছি। এর সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে।’

‘বিএনপিতে আসা আ.লীগ নেতা-কর্মীরা বুক ফুলিয়ে চলাফেরা করবেন, ওসির সঙ্গে মিউচুয়াল করে নিব’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ