হোম > সারা দেশ > রংপুর

ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ২ দিন পর উদ্ধার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজের দুই দিন পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার কামারজানি এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। 

মৃত শিক্ষার্থীর নাম সাইদুর রহমান সোহান (২২)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অনার্সের ছাত্র। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় চিলমারী নদীবন্দর এলাকার ব্রহ্মপুত্রে গোসলে নেমে তিনি নিখোঁজ হন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,৪-৫ জন বন্ধু মিলে সোহান গত শুক্রবার চিলমারী নদীবন্দর বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সোহান শখের বসে ব্রহ্মপুত্র নদে গোসল নামেন তিন। একপর্যায়ে নদে তলিয়ে নিখোঁজ হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা নদে তল্লাশি করে তাঁর সন্ধান পাননি। 

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা কামারজানি থেকে উদ্ধার করে স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তাঁর সন্ধান পাননি। 

চিলমারী নৌ-থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহম্মেদ জানান, সোহানের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের হস্তান্তর করা হয়েছে।

‘বিএনপিতে আসা আ.লীগ নেতা-কর্মীরা বুক ফুলিয়ে চলাফেরা করবেন, ওসির সঙ্গে মিউচুয়াল করে নিব’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ