হোম > সারা দেশ > রংপুর

রাজারহাটে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাটে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টোংগারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. বেলাল হোসেন (৫৮)। তিনি টোংগারকুটি গ্রামের আব্দুল গফুর তেলির ছেলে।

স্থানীয়রা জানান, টোংগারকুটি গ্রামের আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পরিবার পরস্পর আত্মীয়। কয়েক বছর ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। প্রায়ই বিবাদ হয়। আজ সোমবার সকালে একই জমির দখল নিয়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়। দুই পরিবারের নারী ও পুরুষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে গুরুতর আহত হয়ে বেলাল হোসেন মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রিয়াজুল ইসলাম বলেন, দুই পরিবার আত্মীয়। ২০ শতক জমি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবছর জমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হয়। আজও জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিমের ভাতিজা বেলাল হোসেন নিহত হন।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি তছলিম উদ্দিন বলেন, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান। আজ এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে জমির দখল নিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়েছেন।

ওসি আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নিহতের পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আসামি গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হবে।

‘বিএনপিতে আসা আ.লীগ নেতা-কর্মীরা বুক ফুলিয়ে চলাফেরা করবেন, ওসির সঙ্গে মিউচুয়াল করে নিব’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ