হোম > সারা দেশ > ঢাকা

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

কিশোরগঞ্জ প্রতিনিধি

১০ টাকা লিটার দুধ কিনতে আসা ক্রেতারা। ছবি: আজকের পত্রিকা

দ্রব্যমূল্যের বাজারে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবারও রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের জেসি এগ্রো ফার্ম। এবার রমজানের ৩০ দিনে তিন টন দুধ বিক্রি করবে ফার্মটি।

গত চার বছর সাধারণ মানুষের মাঝে ফার্মটি থেকে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি করা হয়েছে। মানবিক উদ্যোগ হিসেবে গত বছর ফার্মটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বেস্ট প্র্যাকটিস সম্মাননা লাভ করেছিল। এর ধারাবাহিকতায় এবারও ১০ টাকা লিটার দুধ বিক্রি করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেসি এগ্রো ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ। তিনি জানান, পাঁচ বছর আগে ব্যবসায়ী মো. এরশাদ উদ্দিন তাঁর রৌহা গ্রামের বাড়িতে জেসি এগ্রো ফার্মটি প্রতিষ্ঠা করেছেন। খামারটিতে দুগ্ধ উৎপাদন ও গরু মোটাতাজা করা হয়। খামার থেকে প্রতিদিন ৯০-১০০ লিটার দুধ পাওয়া যায়। সাধারণ মানুষ রমজান মাসে দামের জন্য দুধ কিনতে পারেন না। তাঁদের কথা ভেবেই খামারটি শুরু করার পর থেকেই প্রতিবছর রমজান মাসে দুধ ১০ টাকা লিটারে বিক্রি করে আসছেন।

ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ বলেন, খামার মালিক এরশাদ উদ্দিন ওমরাহ করার জন্য বর্তমানে সৌদি আরবে রয়েছেন। কিন্তু ফার্মটি চালু থাকলে তিনি যে অবস্থাতেই থাকেন না কেন রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রির কার্যক্রমটি আমাদের অব্যাহত রাখার নির্দেশনা দিয়ে রেখেছেন। এ অনুযায়ী এবারও প্রথম রমজান থেকে ফার্ম থেকে ১০ টাকা লিটার দুধ বিক্রি শুরু করা হয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা