সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাপের ছোবলে সুফিয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় এক কবিরাজের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সুফিয়া বেগম উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত মোরশেদ আলীর মেয়ে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সাপের ছোবলে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়িতে থাকা ছাগলের জন্য শনিবার দুপুরে ঘাস কাটতে গিয়েছিলেন ওই নারী। এ সময় তাঁকে সাপে ছোবল দেয়। পরিবারের সদস্যরা স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে বিকেলে তাঁর মৃত্যু হয়। রাতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।