হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে টাকা ছিনতাইয়ের চেষ্টা

মনিরামপুর থানা। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটেছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব হোগলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম আজাদুল ইসলাম (৪০)। তিনি পূর্ব হোগলাডাঙ্গা গ্রামের আক্কাজ আলী সরদারের ছেলে। মুমূর্ষু অবস্থায় আহত ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হয়েছে।

আহত ব্যবসায়ীর ভাতিজা আসাদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাকা মধুপুর বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে ছিনতাইকারীরা কাকার সঙ্গে থাকা ১ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিতে যায়। তিনি টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কাকার গলা কেটে দেয়। এ সময় কাকা চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা টাকা ফেলে পালিয়ে যায়।’

আসাদুল বলেন, ‘ধারালো অস্ত্রের কোপে কাকার গলার অনেকাংশ কেটে গেছে। রাতে কাকাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠিয়ে দেন।’

এদিকে পুলিশ বলছে, আজাদুল বিএনপির সমর্থক। তিনি দলের স্থানীয় প্রতিহিংসার শিকার হয়েছেন। হামলাকারীরা টাকা রেখে চলে যাওয়ায় এমনটি ধারণা করা হচ্ছে। আসাদুল বলেন, ‘কাকা কিছুটা প্রতিবন্ধী। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, গত বুধবার রাতে মধুপুর বাজারে বিএনপির নিজেদের মধ্যে কোন্দল হয়েছে। আজাদুল বিএনপির সমর্থক। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলেও টাকা ছিনিয়ে নেয়নি হামলাকারীরা। রাজনৈতিক কোন্দলে আজাদুল হামলার শিকার হয়েছে, এমনটি ধারণা করা হচ্ছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা