হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে টাকা ছিনতাইয়ের চেষ্টা

মনিরামপুর থানা। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটেছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব হোগলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম আজাদুল ইসলাম (৪০)। তিনি পূর্ব হোগলাডাঙ্গা গ্রামের আক্কাজ আলী সরদারের ছেলে। মুমূর্ষু অবস্থায় আহত ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হয়েছে।

আহত ব্যবসায়ীর ভাতিজা আসাদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাকা মধুপুর বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে ছিনতাইকারীরা কাকার সঙ্গে থাকা ১ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিতে যায়। তিনি টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কাকার গলা কেটে দেয়। এ সময় কাকা চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা টাকা ফেলে পালিয়ে যায়।’

আসাদুল বলেন, ‘ধারালো অস্ত্রের কোপে কাকার গলার অনেকাংশ কেটে গেছে। রাতে কাকাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠিয়ে দেন।’

এদিকে পুলিশ বলছে, আজাদুল বিএনপির সমর্থক। তিনি দলের স্থানীয় প্রতিহিংসার শিকার হয়েছেন। হামলাকারীরা টাকা রেখে চলে যাওয়ায় এমনটি ধারণা করা হচ্ছে। আসাদুল বলেন, ‘কাকা কিছুটা প্রতিবন্ধী। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, গত বুধবার রাতে মধুপুর বাজারে বিএনপির নিজেদের মধ্যে কোন্দল হয়েছে। আজাদুল বিএনপির সমর্থক। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলেও টাকা ছিনিয়ে নেয়নি হামলাকারীরা। রাজনৈতিক কোন্দলে আজাদুল হামলার শিকার হয়েছে, এমনটি ধারণা করা হচ্ছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার