হোম > সারা দেশ > বাগেরহাট

মোল্লাহাটে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই দম্পতির ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত জনি (২২) উপজেলার চর-গাড়ফা গ্রামের কালাম শেখের ছেলে এবং তাঁর স্ত্রী নাহিদা আক্তার (১৮) একই উপজেলার শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানে মেয়ে।

জানা যায়, আজ সকাল ৯টায় উপজেলার চর-গাড়ফা গ্রামের শিমুলের বাড়িতে ওই দম্পতির শোয়ার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। গত দুই মাস আগে ওই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

এ বিষয়ে ওই দম্পতির পরিবারের লোকজনের সঙ্গে কথা হলে তাঁরা আত্মহত্যার বিষয়ে কিছু জানাতে পারেননি।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ বলেন, প্রতিবেশী রাশিদা বেগম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁদের দেখে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অফিসার ইনচার্জ আরও বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা