হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় মসজিদের বিদ্যুতের বকেয়া টাকা তোলার সময় মারধর, সাবেক চেয়ারম্যান নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

মসজিদের বিদ্যুৎ লাইনের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারধরে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে সদরের আবাদের হাটে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে। তিনি শহর উপকণ্ঠের আগরদাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইন্দিরা গ্রামের আব্দুর রহমান বলেন, আব্দুল মান্নান আবাদের হাটের বাজার মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার মাসিক টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছিলেন। এ সময় ইন্দিরা গ্রামের তমিজউদ্দীনের কাছে টাকা চাওয়ায় তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধর করলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন তাঁকে উদ্ধার সদর হাসপাতালে পাঠান। কিন্তু পথেই আব্দুল মান্নান মারা যান। বর্তমানে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে রয়েছে বলে জানান আব্দুর রহমান।

তিনি আরও বলেন, আব্দুল মান্নানের হার্টে রিং পরানো ছিল। সে জন্য মারপিটের ধকল সইতে পারেননি তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আবাদের হাটে দুজনের মধ্যে মারামারি হলে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মারা গেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, ২০১৩ সালে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম ক্রসফায়ারে মারা যান। ২০১৪ সালে আগরদাড়ী ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে লাঙল প্রতীক নিয়ে আব্দুল মান্নান চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার