হোম > সারা দেশ > বাগেরহাট

মোরেলগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সচিব বললেন ভিত্তিহীন

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব দেবাশীষ মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুসহ সব ইউপি সদস্য মিলে জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দায়ের করেছেন। 
 
অভিযোগে জানা যায়, সচিব দেবাশীষ মল্লিককে পার্শ্ববর্তী কচুয়া উপজেলা থেকে প্রায় এক বছর আগে শাস্তিমূলক বদলি করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে দেওয়া হয়। তাঁর অতীত কর্মকাণ্ড সন্তোষজনক না হওয়ায় এ ইউনিয়নে না দেওয়ার জন্য জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার শাখার উপপরিচালককে অনুরোধও জানানো হয়। এরপরও সে এই ইউনিয়নের সচিবের দায়িত্বে থেকে নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন। 

অভিযোগকারীদের দাবি, জন্মনিবন্ধনের দুই লাখের বেশি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন দেবাশীষ। ২০০ থেকে ১০০০ টাকা না হলে তিনি জন্মনিবন্ধন করেন না। চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়াও তিনি কয়েক হাজার জন্মনিবন্ধন সনদ দিয়েছেন। ইউপি সদস্যসহ গ্রামপুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে সচিবের ওপর তাঁরা নাখোশ। ট্যাক্সের টাকা রেজল্যুশন ছাড়া নিজের ইচ্ছামতো খরচ দেখিয়ে আত্মসাৎ করেন। নিজের ইচ্ছামতো অফিস করেন। 

এমন পরিস্থিতিতে ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা বিষয়টির তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইউপি সচিবকে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন। 

এ প্রসঙ্গে নিশানবাড়িয়া ইউনিয়ন সচিব দেবাশীষ মল্লিক বলেন, ‘এলজিএসপির ৫টি প্রকল্পের কাজে অনিয়ম থাকায় তাঁদের চূড়ান্ত বিল দেওয়া হয়নি। এ নিয়ে এক ইউপি সদস্য আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫টি প্রকল্প পরিদর্শন করেছেন। এরই মধ্যে ৪টি প্রকল্পে অনিয়ম দৃষ্টিগোচর হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে।’ 

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ