বাগেরহাটে মাছের ঘের থেকে মান্নান সরদার (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় নিজের মৎস্য ঘের থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মান্নান সরদার বিষ্ণুপুর গ্রামের সৈয়দ সরদারের ছেলে। সোমবার রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো পাহারা দিতে ঘেরে যান তিনি। মঙ্গলবার সকাল ৮টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজ করা শুরু করে। একপর্যায়ে মৎস্য ঘেরের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখে তারা।
বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, পরিবারের দাবি, মান্নান সরদার মৃগীরোগী ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।