হোম > সারা দেশ > খুলনা

মহম্মদপুরে সাড়ে পাঁচ সহস্রাধিক হেক্টর জমির ফসলের ক্ষতি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে মাগুরার মহম্মদপুরের পাঁচ সহস্রাধিক হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮১৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজার ৮৬৯ হেক্টর খেত।

এলাকাবাসীরা জানান, মসুর, সরিষা, পেঁয়াজ, রসুন, গম, খেসারি কলাই, মটর কলাই, কালোজিরা, ধনে, মরিচ, শাক-সবজি, বোরো বীজতলাসহ অন্যান্য ফসলের ক্ষতিতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। বিশেষ করে বোরো মৌসুমে ধান রোপণের জন্য আগাম প্রস্তুতি হিসেবে চারা উৎপাদনের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২ হাজার ৭২৫ হেক্টর মসুরের মধ্যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৪০০ হেক্টর এবং আংশিক ক্ষতি হয়েছে ২ হাজার ৩২৫ হেক্টর জমি। ১ হাজার ৩৫৫ হেক্টর সরিষার মধ্যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে ১৫০ হেক্টর এবং আংশিক ক্ষতি হয়েছে ১ হাজার ২০৫ হেক্টর জমি। ২১৯ হেক্টর পেঁয়াজ-রসুনের মধ্যে ৬৫ হেক্টর সম্পূর্ণ এবং ১৫৪ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে। ৩০২ হেক্টর গমের মধ্যে সম্পূর্ণ ক্ষতি ৩০ হেক্টর এবং ১০২ হেক্টরে আংশিক ক্ষতি হয়েছে। ৪১ হেক্টর খেসারি কলাইয়ের মধ্যে ৫ হেক্টরে সম্পূর্ণ ক্ষতি এবং ৩৬ হেক্টরে আংশিক ক্ষতি হয়েছে। ৭৫ হেক্টর মটর কলাইয়ের মধ্যে ৫ হেক্টরে সম্পূর্ণ ক্ষতি এবং আংশিক ক্ষতি হয়েছে ৬৬ হেক্টর।

 ৩০ হেক্টর কালো জিরার মধ্যে ৩ হেক্টরে সম্পূর্ণ এবং ২৭ হেক্টরে আংশিক ক্ষতি হয়েছে। ১০০ হেক্টর মরিচের মধ্যে সম্পূর্ণ ক্ষতি ১০ হেক্টর এবং আংশিক ক্ষতি ৯০ হেক্টর। ২৬৪ হেক্টর শাকসবজির মধ্যে ৫০ হেক্টর সম্পূর্ণ এবং ২১৪ হেক্টর আংশিক ক্ষতি হয়েছে। ১৫০ হেক্টর বোরো বীজতলার মধ্যে সম্পূর্ণ ক্ষতি ২৫ হেক্টর এবং আংশিক ক্ষতি ১২৫ হেক্টর জমি। এ ছাড়া অন্যান্য ফসল ৫০০ হেক্টরের মধ্যে সম্পূর্ণ ক্ষতি ৭৫ হেক্টর এবং আংশিক ক্ষতি হয়েছে ৪২৫ হেক্টর জমি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সোবাহান বলেন, দুর্যোগের কবলে পড়ে কৃষকদের বেশ বড় ধরনের ক্ষতি হয়ে গেল। কৃষি বিভাগের পক্ষ থেকে কীটনাশক ও বীজ বিতরণের জন্য তালিকা তৈরি করা হচ্ছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা