বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সাতক্ষীরা তালায় বৃষ্টি শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকেই উপজেলাতে বৃষ্টি শুরু হয়। এই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা।
বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে সুপার সাইক্লোন হয়ে উপকূলে আঘাত হানার কথা রয়েছে ঘূর্ণিঝড় অশনির। সাতক্ষীরা জেলাসহ উপকূলীয় জেলাগুলোতে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ধান চাষি নলতা গ্রামের নওফেল জোর্দ্দার বলেন, ‘ঈদের আগের দিন থেকে বৃষ্টি ছিল। গত দুই-তিন বৃষ্টি না থাকায় আমরা ধান কেটে মাঠে রেখেছিলাম। বাড়ি আনার আগেই সব শেষ হয়ে গেল।’
খলিলনগরে শফিকুল ইসলাম বলেন, ‘ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে পেরেছি। কিন্তু কুটা (খড়) নিয়ে খুব বিপদে পড়েছি। বৃষ্টির পানিতে খড় নষ্ট হলে গরু-বাছুরকে কী খাওয়াব?’
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, এবার উপজেলায় ১৯ হাজার ৫ শত হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। উপজেলায় প্রায় অর্ধেকের বেশি কৃষক তাঁর জমির ধান বাড়ি তুলেছে।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় সব প্রস্তুতি রাখা হয়েছে।