হোম > সারা দেশ > বাগেরহাট

শরণখোলায় আগুনে পুড়ল চার দোকান, ২০ লাখ টাকা ক্ষতির দাবি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকানঘর পুড়ে গেছে। শনিবার (৭ জানুয়ারি) মধ্যরাতে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরগুলো পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি কেউ। 

প্রত্যক্ষদর্শী ও বাজারের পাহারাদাররা জানান, একটি আসবাবের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ সময় ওই দোকান ছাড়া এক ব্যবসায়ীর তিনটি দোকান ও একটি অফিসরুম পুড়ে যায়। 

স্থানীয় সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, শনিবার রাত ১২টার দিকে তাফারবাড়ী বাজারে অগ্নিকাণ্ডে বিধান হালদারের আসবাবের দোকান পুড়ে যায়। এ সময় ব্যবসায়ী পলাশ মাহমুদের একটি চালের দোকান, একটি ট্রলারের যন্ত্রপাতির দোকান, একটি মাছের জালের গুদাম ও একটি অফিসরুম পুড়ে গেছে। আগুনে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেশফাকুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এর আগে কয়েকটি ঘর পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা