হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহ হাসপাতাল থেকে ৯ দালাল আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত আটক দালালদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন। 

আজ বুধবার দুপুরে হাসপাতালে অভিযান পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী ও লায়লা ইয়াসমিন। এ সময় সেখানে জেলা ডিবি পুলিশের একটি অভিযানিক দল উপস্থিত ছিলেন। 

আটকেরা হলেন—জেলা সদরের শিকারপুর গ্রামের রিয়াকত হোসেনের ছেলে সেলিম হোসেন, হামদহ মাঝিপাড়ার নিরসল কুমারের ছেলে অপু মন্ডল, কলাবাগান এলাকার মৃত মনরঞ্জন ঘোষের ছেলে বিদ্যুৎ কুমার ঘোষ, পাসপাকিয়া গ্রামের হাসেম আলীর ছেলে, রাজু আহমেদ, ঘোপপাড়ার তাছলিমা বেগম, মহারাজপুরের মারিয়া খাতুন, কুলচারার স্মৃতি বেগম, শেখপাড়ার আফরিন সুলতানা ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস বেগম। 

জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইমের ইনচার্জ এসআই মো. শরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল হাসপাতালে কিছু দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠছে রোগীরা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা মেলায় ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে। এ ছাড়া তারা পরবর্তীতে এ কাজ করার অঙ্গীকার করে।

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও