নড়াইলের কালিয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার এক বাগানে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম জানান, ওই শিশু স্থানীয় এক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাড়িতে মাকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বাড়ি থেকে বের হয় সে। পথে এক ব্যক্তি তাকে বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। শিশুটির কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়।
রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ওসি তাসমীম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি। মেয়েটি অসুস্থ থাকায় এবং ছোট হওয়ায় ঘটনা যে ঘটিয়েছে তার নাম বলতে পারছে না। আমরা তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চালাচ্ছি।’